kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

করোনায় মারা গেলেন অভিনেতা

রংবেরং প্রতিবেদক   

১১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মারা গেলেন অভিনেতা

স্বপন সিদ্দিকী

করোনায় মারা গেলেন অভিনেতা ও নির্মাতা স্বপন সিদ্দিকী। গতকাল দুপুর ১২টা ৮ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন উপস্থাপক আনজাম মাসুদ। তিনি বলেন, ‘করোনা পজিটিভ হওয়ার পর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন স্বপন ভাই। বৃহস্পতিবার তাঁকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।’

অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণ ও প্রযোজনা করতেন স্বপন সিদ্দিকী। সাংগঠনিকভাবেও ছিলেন সক্রিয়। টেলিভিশন প্রগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সদস্য ও স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

মন্তব্যসাতদিনের সেরা