kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

সায়মন-মৌ জুটির দায়মুক্তি

রংবেরং প্রতিবেদক   

১০ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসায়মন-মৌ জুটির দায়মুক্তি

করোনায় থমকে গেছে চলচ্চিত্র। কোনো তারকাই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেননি গত তিন-চার মাসে। অবশেষে সায়মন-মৌ খানের অপেক্ষার অবসান ঘটল ৮ জুলাই। সরকারি অনুদানের ছবি ‘দায়মুক্তি’-তে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। মৌ খানের চুক্তির সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। সায়মন বলেন, ‘ভালো গল্পগুলোকেই সরকার অনুদান দেয়। এমন একটা ছবিতে অভিনয় করব ভেবে ভালো লাগছে।’ মৌ বলেন, ‘চ্যালেঞ্জিং চরিত্র। নিজেকে মেলে ধরার জায়গা আছে। ধন্যবাদ ছবির প্রতিটি মানুষকে, আমাকে সুযোগ দেওয়ার জন্য।’ কমল সরকার পরিচালিত ‘দায়মুক্তি’র সার্বিক দায়িত্বে আছেন বদিউল আলম খোকন। ছবিটির সহপ্রযোজক দৈনিক আমার বার্তার সম্পাদক এমডি জসিম উদদীন।

মন্তব্যসাতদিনের সেরা