kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

নকল চুলে শুটিং

রংবেরং প্রতিবেদক   

৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনকল চুলে শুটিং

করোনায় অনেকেই ন্যাড়া হয়েছেন। বাদ যাননি নায়ক সায়মন সাদিকও। গেল চার মাসে তিনি দুইবার ন্যাড়া হয়েছেন। ভেবেছিলেন, আপাতত শুটিং না থাকায় ন্যাড়া মাথা নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু সেই আশার গুড়ে বালি দিলেন বদিউল আলম খোকন। ঠিক হয়েছে পরিচালকের ‘আমার মা আমার বেহেশত’ ছবির শেষ কিস্তির শুটিং শুরু হবে সামনের সপ্তাহে। আগের কিস্তিগুলোতে লম্বা চুল নিয়ে শুটিং করেছিলেন সায়মন। ফলে ধারাবাহিকতা ধরে রাখতে এখন নকল চুলের সাহায্য নিতে হচ্ছে তাঁকে। এরই মধ্যে পরিচালক সায়মনের জন্য নকল চুলের অর্ডারও করেছেন।

সায়মন বলেন, ‘হঠাৎ শুটিং শুরু হবে ভাবিনি। মনে করেছিলাম, ক্যামেরার সামনে ফিরতে আরো দেরি হবে। তবে খোকন স্যারের সঙ্গে আবার কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে। নকল চুলে শুটিং করলেও আবার সেই চেনা জগতে ফিরতে পারব ভেবে আমি খুশি। আশা করছি, শিগগিরই চলচ্চিত্রে সবার ব্যস্ততা ফিরে আসবে।’

মন্তব্যসাতদিনের সেরা