kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

বিনোদন দুনিয়ায় ২০ বছর

রংবেরং ডেস্ক   

৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিনোদন দুনিয়ায় ২০ বছর

হালে বলিউডে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে স্বজনপ্রীতি বিতর্ক। অথচ বলিউড পরিবারের কেউ না হয়েও দারুণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড তো বটেই, দাপটের সঙ্গে কাজ করছেন হলিউডেও। ৪ জুলাই অভিনেত্রীর বিনোদন দুনিয়ায় দুই দশক পূর্ণ হয়েছে। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার মাধ্যমে এই জগতে পা রেখেছিলেন তিনি। বিনোদন দুনিয়ায় ২০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী। বলেছেন একেবারে শূন্য থেকে এ পর্যন্ত আসার গল্প, ‘দেখতে দেখতে এই জগতে ২০ বছর হয়ে গেল। যাঁরা দিনটি মনে রেখে অসংখ্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ। এই যাত্রাটা সহজ ছিল না, কঠোর পরিশ্রম আর দর্শকদের ভালোবাসাতেই এটা সম্ভব হয়েছে। আমি সব সময়ই নতুন কিছু করতে চেয়েছি। এ জন্যই অভিনয়ের সঙ্গে প্রযোজনা শুরু করি, বলিউডের সঙ্গে হলিউডেও কাজ করছি।’

২০০৩ সালে ‘দ্য হিরো—লাভ স্টোরি অব আ স্পাই’ দিয়ে অভিনয় শুরু করা প্রিয়াঙ্কা গেল ২০ বছরে ৬০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ তাঁর হলিউডে প্রথম কাজ। এ ছাড়া ডোয়াইন জনসনের সঙ্গে ‘বেওয়াচ’ দিয়ে পশ্চিমা চলচ্চিত্রে অভিষেক হয়। অভিনয়ের জন্য একমাত্র দক্ষিণ এশীয় হিসেবে তিনি পিপল চয়েস অ্যাওয়ার্ডস জিতেছেন। এই মুহূর্তে তিনি একাধিক বড় বাজেটের চলচ্চিত্র ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত আছেন। প্রিয়াঙ্কা ২০১৮ সালে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্যসাতদিনের সেরা