kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

টিভি হাইলাইটস

৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

গল্প নয়

গল্প নয়

আজ এনটিভির জন্মদিন। ১৮ বছরে পা দিল চ্যানেলটি। এ উপলক্ষে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ একক নাটক ‘গল্প নয়’। রচনায় ফারিয়া হোসেন ও চয়নিকা চৌধুরী, পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, ইরফান সাজ্জাদ, আবুল হায়াত, মাসুম বাশার ও মিলি বাশার। পরিচালকের ৪০০তম নাটক এটি।

 

করোনা হেলপলাইন

আরটিভিতে রাত ৯টা ৫ মিনিটে রয়েছে স্বাস্থ্যবিষয়ক লাইভ ‘আরটিভি করোনা হেলপলাইন’। সরাসরি এ অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক করোনা নিয়ে রোগীদের পরামর্শ দেন।

 

ইভিল

শহরে একের পর এক ঘটছে অতিপ্রাকৃত ঘটনা, যার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। ফরেনসিক সাইকোলজিস্ট কাটজা হারবার্টস মাঠে নামে ঘটনা তদন্তে। সুপারন্যাচারাল ড্রামা সিরিজের আজকের পর্ব রাত ১০টা ৩০ মিনিটে, জি ক্যাফেতে।

 

দ্য সিক্রেট অব মোনালিসা

লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা সম্ভবত দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্ম। কিন্তু এটি আসলে কার পোর্ট্রেট? এ নিয়ে দুই ধরনের মত আছে। মোনালিসার রহস্য নিয়ে তথ্যচিত্রটি প্রচারিত হবে রাত ১১টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।

মন্তব্যসাতদিনের সেরা