kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

অস্কার কমিটিতে

রংবেরং ডেস্ক   

৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅস্কার কমিটিতে

অস্কার কমিটির নতুন সদস্য হিসেবে ৮১৯ সদস্যের নাম প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। তাঁদের মধ্যে আছেন বিভিন্ন দেশের খ্যাতিমান অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, চিত্রগ্রাহক, শিল্প নিদের্শকসহ অনেকে। কমিটির সদস্যরা অস্কারে ছবি মনোনয়নের ক্ষেত্রে ভোটাধিকার পাবেন। ভারত থেকে

অভিনেতা-অভিনেত্রী হিসেবে এ কমিটিতে আছেন শুধু হৃতিক রোশান ও আলিয়া ভাট। অস্কার কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি দুজন। হৃতিক ও আলিয়া গেল বছরের সবচেয়ে সফল বলিউড তারকাদের দুজন। হৃতিকের ‘সুপার ৩০’ ও ‘ওয়ার’ ব্লকবাস্টার হিট হয়। অন্যদিকে আলিয়ার ‘গলি বয়’ দর্শক-সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়। হৃতিক, আলিয়া ছাড়াও ভারত থেকে কমিটিতে আছেন ডিজাইনার নীতা লুলা, কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকান্ত প্রমুখ।

কয়েক বছর ধরেই অস্কার কমিটির সদস্য নির্বাচনে লিঙ্গ ও বর্ণবৈষম্য নিয়ে সমালোচনা হচ্ছিল। সে কথা মাথায় রেখে এবার মোট সদস্যর ৪৫ শতাংশ নারী রেখেছে একাডেমি। ৮১৯ সদস্যের মধ্যে আরো আছেন ‘দ্য ফেয়ারওয়েল’ অভিনেত্রী অ্যাকোয়াফিনা, ‘নো টাইম টু ডাই’তে বন্ডগার্ল হওয়া আনা ডে আরমাস প্রমুখ।

 

সূত্র : হিন্দুস্তান টাইমস, ইয়াহু

মন্তব্যসাতদিনের সেরা