kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

টিভি হাইলাইটস

১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

‘উপন্যাসের নাম অবয়ব’-এ আছেন সুইটি

করোনায় করণীয়

এনটিভিতে দুপুর ২টা ৩৫ মিনিটে রয়েছে স্বাস্থ্যবিষয়ক সরাসরি অনুষ্ঠান ‘কোভিড ১৯—করোনায় করণীয়’। একজন চিকিৎসক সঞ্চালকের সঙ্গে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং করণীয় কী তা বলবেন। ফোনে দর্শকও অংশ নিতে পারবে।

 

উপন্যাসের নাম অবয়ব

দেশ টিভিতে রাত ৯টা ৪৫ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘উপন্যাসের নাম অবয়ব’। রচনায় মুহম্মদ জাফর ইকবাল, পরিচালনায় আব্দুল্লাহ রানা। অভিনয়ে ইরেশ যাকের, আহমেদ রুবেল, তানভীন সুইটি, সাবেরী আলম ও ডা. এজাজ।

 

জার্নি টু ইতালিজ ভাইরাস হার্ট

ইউরোপের মধ্যে উত্তর ইতালিতে প্রথম ব্যাপকভাবে করোনার বিস্তার ঘটে। প্রায় তিন মাস পর এলাকাটি সরেজমিন ঘুরে এই তথ্যচিত্র। দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।

 

দ্য ইন্টারনেট প্যারাডক্স

অনলাইনে যা ছড়িয়ে পড়ে, মানুষ সহজেই তা বিশ্বাস করে। বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, কেন মানুষ অনলাইনে যা দেখে তা-ই বিশ্বাস করে। তথ্যচিত্রটি প্রচারিত হবে রাত ১১টা ১৫ মিনিটে।

মন্তব্যসাতদিনের সেরা