kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

আলিয়াও অনলাইনে

রংবেরং ডেস্ক   

৩০ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআলিয়াও অনলাইনে

‘গুলাবো সিতাবো’ দিয়ে অনলাইনে অভিষেক হয়েছে অমিতাভ বচ্চন আর আয়ুষ্মান খুরানার। অপেক্ষায় আছেন বিদ্যা বালান, জাহ্নবী কাপুর। এবার অনলাইনে অভিষেক হচ্ছে আলিয়া ভাটেরও। তাঁর ছবি ‘সড়ক ২’ সরাসরি মুক্তি পাবে স্ট্রিমিং সাইটে। ছবির প্রযোজক মুকেশ ভাট নিশ্চিত করেছেন এ কথা, ‘করোনা পরিস্থিতির উন্নতির বদলে দিন দিন আরো অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে সিনেমা হল ফের কবে চালু হবে কেউ জানে না; যদিও এই পরিস্থিতিতে সিনেমা হল খুলে যায় এবং ছবি সেখানে মুক্তিও পায়, কেউ কি দেখতে যাবে? এখন জীবনের গুরুত্ব সবচেয়ে বেশি।’ প্রযোজক হিসেবে টিকে থাকতে স্ট্রিমিং সাইটের কাছে ছবি বিক্রি করা ছাড়া উপায় ছিল না বলেও পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন মুকেশ। তবে ছবিটি কবে কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে জানা যায়নি। অনলাইনে অভিষেক নিয়ে আলিয়া ভাট এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।

‘সড়ক ২’ ১৯৯১ সালে পূজা ভাট অভিনীত ‘সড়ক’-এর সিক্যুয়েল। গেল বছর তামিলনাড়ুর উটিতে শুটিং হওয়া ছবিটিতে আলিয়া ছাড়াও আছেন আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্ত ও যিশু সেনগুপ্ত।

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্যসাতদিনের সেরা