kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

নয়া প্রেমিক প্রথম ডেট

২৭ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনয়া প্রেমিক প্রথম ডেট

২৪ জুন ফেসবুকে জানান তাঁর শখের হ্যারিয়ার গাড়িটি ভেঙে গেছে, সঙ্গে ভাঙা গাড়ির ছবি। পরদিনই ‘স্বপ্নজাল’ অভিনেত্রী আরেক পোস্টে জানালেন বাড়িতে নতুন অতিথি আসার খবর। সঙ্গে দিলেন ‘ম্যাজারাটি’ নামের নতুন গাড়ির ছবি ও ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ইতালিয়ান ব্র্যান্ডের দামি গাড়িটি চালাচ্ছেন পরী।

ক্যাপশনে লেখেন, ‘নয়া প্রেমিক। প্রথম ডেট।’ এর পর থেকে ভক্ত-শুভাকাঙ্ক্ষী আর বন্ধুদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন পরী। ‘সাবেক প্রেমিক’ কিভাবে দুর্ঘটনায় পড়ল, ‘নয়া প্রেমিক’-এর দামই বা কত পড়ল—এ ব্যাপারে কিছুই জানাতে চাইলেন না পরী, ‘ফেসবুকে যা তথ্য দিয়েছি এর বাইরে গাড়ি সম্পর্কিত কিছুই জানাব না।’

মন্তব্যসাতদিনের সেরা