kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

টিভি হাইলাইটস

৩ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

মধ্যবর্তিনী

সৌন্দর্য কথা

বাংলাভিশনে রাত ৯টায় রয়েছে রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’। অনুষ্ঠানের প্রতি পর্বে হাজির হন একজন অতিথি। কথা বলেন নিজের ফ্যাশন ভাবনা, লাইফস্টাইল ও সৌন্দর্য বিষয়ক নানা প্রসঙ্গে। থাকে হাল ফ্যাশন নিয়ে তথ্যচিত্র, হেয়ার এক্সপার্ট পরামর্শ প্রভৃতি। উপস্থাপনায় নোভা।

মধ্যবর্তিনী

দীপ্ত টিভিতে শুরু হয়েছে রবীন্দ্রনাথের ‘মধ্যবর্তিনী’র গল্পের অনুপ্রেরণায় ধারাবাহিক। দেখানো হচ্ছে শনি থেকে শুক্রবার প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে। রচনায় আহমেদ খান এবং পরিচালনায় রাজু খান। অভিনয়ে সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, ডলি জহুর, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া, নাবিলা প্রমুখ।

স্পেনস করোনা ভাইরাস হিরোজ

কিছুদিন আগেও করোনায় সবচেয়ে আক্রান্ত দেশগুলোর একটি ছিল  স্পেন। এই করোনাযুদ্ধে দারুণভাবে লড়েছেন দেশটির চিকিৎসকরা। তাঁদের নানা অভিজ্ঞতা নিয়ে এই তথ্যচিত্র। প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে।

ন্যান্সি ড্রু

স্নাতক শেষ হওয়ার পর ন্যান্সি ঠিক করেছিল নিজের শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কিন্তু হঠাৎই সে জড়িয়ে পড়ে অতিপ্রাকৃত এক হত্যারহস্য সমাধানে। এই মিস্ট্রি ড্রামার আজকের পর্ব রাত ১০টা ৩০ মিনিটে।

মন্তব্যসাতদিনের সেরা