kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

ভার্চুয়াল ডেট

রংবেরং ডেস্ক   

১ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভার্চুয়াল ডেট

আগে একই ধরনের উদ্যোগে শামিল হয়েছিলেন ভিকি কৌশল, অর্জুন কাপুর, পরিনীতি চোপড়ারা। এবার যোগ হলেন বাণী কাপুর। লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত দিনমজুরদের সহায়তায় তহবিল সংগ্রহের একটি উদ্যোগে শরিক হয়েছেন তিনি। ঘোষণা দিয়েছেন সবচেয়ে বেশি আর্থিক সহায়তা দেওয়া পাঁচ ভক্তের সঙ্গে ভার্চুয়াল ডেট করবেন তিনি। উদ্যোগটা অভিনেতা অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুরের। তাঁর অলাভজনক সংস্থা ‘ফ্যানকাইন্ড’ করোনার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত দিনমজুরদের সাহায্য করে আসছে। এই সংস্থার সঙ্গে মিলেই মূলত ভার্চুয়াল ডেটের আয়োজন করেছেন বাণী। এক বিবৃতিতে অভিনেত্রী বলেন, ‘মানুষ হিসেবে এই কঠিন সময়ে যতটা সম্ভব অন্যদের পাশে দাঁড়ানো উচিত। আমি কিছুটা চেষ্টা করেছি। এবার শামিল হয়েছি এই উদ্যোগে। দিনমজুরদের সবচেয়ে বেশি সাহায্য করা ভাগ্যবান পাঁচজনের সঙ্গে ডেট করব আমি।’

বিবৃতিতে আরো জানানো হয়, তহবিলে সংগৃহীত অর্থ খরচ করা হবে ‘এটিই’ নামের আরেকটি বেসরকারি সংস্থার মাধ্যমে। মহারাষ্ট্র, কর্ণাটক ও তামিলনাড়ুতে যারা সরাসরি দুস্থদের সাহায্য করে আসছে। 

 

সূত্র : ইন্ডিয়া টুডে

মন্তব্যসাতদিনের সেরা