kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

অক্ষয়কে থামায় কে

রংবেরং ডেস্ক   

১ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅক্ষয়কে থামায় কে

গেল কয়েক বছর ধরে অক্ষয় কুমার মানেই হিট। ফি বছর চারটি করে ছবি করেন, সব ছবিই ব্যবসা করে ১০০ কোটির বেশি! গেল চার বছর ধরে চলে আসছে এই ধারা। অক্ষয়ের এই ১০০ কোটির রেকর্ড থামাতে পারেনি করোনা দুর্যোগও। প্রেক্ষাগৃহে মুক্তি না পেলে কী হবে, স্ট্রিমিং প্ল্যাটফর্মে ঠিকই ১০০ কোটির বেশি রুপিতে বিক্রি হয়েছে অভিনেতার ছবি। কয়েক দিন ধরে গুঞ্জন ছিল, এবার জানা গেল অভিনেতার ছবি ‘লক্ষ্মী বম’ ১২৫ কোটি রুপিতে কিনে নিয়েছে ‘ডিজনি+হটস্টার’। কোনো পক্ষ আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও স্ট্রিমিং সাইটটির একাধিক সূত্র খবরটি নিশ্চিত করেছে। ‘ভারতে স্ট্রিমিং সাইটে বিক্রীত সিনেমাগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ অঙ্ক। তবে এতে আমরা সন্তুষ্ট নই, প্রেক্ষাগৃহে মুক্তি দিলে নিশ্চিতভাবেই অঙ্কটা দ্বিগুণ হতে পারত। কিন্তু বর্তমান অনিশ্চয়তায় আমরা আর অপেক্ষা করতে রাজি নই’, বলেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের এক কর্মী। অক্ষয় কুমার ও কিয়ারা আদভানি অভিনীত ‘লক্ষ্মী বম’ তামিল হরর-কমেডি ‘মুনি ২ : কাঞ্চনা’র অফিসিয়াল হিন্দি রিমেক। ‘ডিজনি+হটস্টার’-এ ছবিটির মুক্তির দিন চূড়ান্ত হয়নি।

সূত্র : ইন্ডিয়াডটকম

মন্তব্যসাতদিনের সেরা