kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

সব অডিশনেই ফেল!

রংবেরং ডেস্ক   

৩১ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসব অডিশনেই ফেল!

তাপসী পান্নু

‘পিংক’-এর পর ‘থাপ্পড়’-এ দুর্দান্ত অভিনয় করে বলিউডে নিজের অবস্থান বেশ পোক্ত করে নিয়েছেন তাপসী পান্নু। অথচ তিনি কি না জীবনে কোনো অডিশনে পাসই করতে পারেননি! সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী নিজেই দিয়েছেন এই তথ্য। ফিল্মফেয়ার লকডাউন কথোপকথনে আলাপকালে তিনি বলেন, ‘জীবনে একটি অডিশনেও পাস করতে পারিনি। বড়াই করে বলছি না। বিষয় হলো, অভিনয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার ছিল না। আমাকে গাইড করার মতো কেউ পরিবারেও ছিল না। সুতরাং অভিনয় নিয়ে আমার কোনো ধারণাই তৈরি হয়নি। তাই একের পর এক বিজ্ঞাপনের অডিশনে বাদ পড়ে গেছি। তবে অভিনয় শেখার ক্ষেত্রে একটি বিষয়ই আমার মধ্যে কাজ করেছে। যে চরিত্রটি বুঝতে পেরেছি, নিজের মধ্যে ধারণ করতে পেরেছি, সেটিই করেছি।’ আগেও বেশ কয়েকবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে রুপালি পর্দায় নিজেকে প্রতিষ্ঠার গল্প বলেছেন তিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষা বা অভিনয় জগতের অভিভাবক ছাড়াই নিজের পথ নিজেই তৈরি করেছেন ৩২ বছর বয়সী এই তারকা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য