kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

ইউটিউবে নাটকের জয়

রংবেরং প্রতিবেদক   

২৯ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইউটিউবে নাটকের জয়

‘উপহার’

দুই-তিন বছর আগেও ইউটিউবে আসিফ, তাহসান, মিনার কিংবা ইমরানের গান মানে লাখ লাখ, কোটি কোটি ভিউ। কিন্তু সেই চিত্র বদলাতে শুরু করেছে এখন। বিশেষ করে এই ঈদে গান নয়, ইউটিউব চ্যানেলগুলো বাজিমাত করেছে নাটক দিয়ে। কোনো কোনো নাটক প্রথম দিনেই ১০ লাখ ভিউয়ের গণ্ডিও পেরিয়েছে। সিএমভির ইউটিউব চ্যানেলে ২৬ মে প্রকাশ পায় মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘উপহার’। পরদিন সন্ধ্যা নাগাদ নাটকটি ১০ লক্ষাধিকবার দেখা হয়েছে। কিন্তু একই চ্যানেলে ব্যয়বহুল মিউজিক ভিডিও ‘ফানুস’ প্রকাশ পেয়েছে ১৭ মে। তানজীব সারোয়ারের কথা ও সুরে তাঁর এবং পূজার গাওয়া গানটি  দেখা হয়েছে মাত্র ৫৬ হাজারবার! একই চিত্র ধ্রুব মিউজিক স্টেশনেরও। প্রতিষ্ঠানটির সিস্টাস কনসার্ন ধ্রুব টিভিতে ২৬ মে প্রকাশ পেয়েছে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর কোয়ারেন্টিন’। নাটকটি প্রথম দিনেই দেখা হয়েছে ১০ লক্ষাধিকবার। অথচ ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশ পাওয়া আসিফ আকবর, ইবরার টিপু, শেখ সাদী, কাজী শুভ কিংবা ইমরান—কারো গানই পায়নি দুই লাখ ভিউয়ের দেখা। ভিউয়ের দিক থেকে ‘অপরাধী’ গান দিয়ে রেকর্ড করা ঈগল মিউজিকের চ্যানেল ঘুরেও দেখা গেল একই অবস্থা। ২৫ মে প্রকাশ হওয়া জাকারিয়া সৌখিনের ‘দেবদাস জুলিয়েট’ পা রেখেছে ১৪ লাখের দাগে। অথচ ভাইরাল শিল্পী বাউল সুকুমারের ‘তুই কেন ছাইড়া গেলি’ বা শামস ভাইয়ের ‘ও বন্ধুরে’ এক সপ্তাহ ধরে পার হয়নি আড়াই লাখের ঘর।

মন্তব্যসাতদিনের সেরা