kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

কৃতজ্ঞ

রংবেরং ডেস্ক   

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকৃতজ্ঞ

দুই মাসেরও বেশি সময় ধরে ঘরবন্দি পরিণীতি চোপড়া। তবে অনেকের সঙ্গে তাঁর পার্থক্য হলো, বাড়িতে তিনি একাই আছেন। টানা এতগুলো দিন একা একা ঘরে কাটানো সহজ ব্যাপার না। শুরুতে অভিনেত্রী নিজেই বিশ্বাস করতে পারেননি, তিনি একা থাকতে পারবেন। অসম্ভবকে সম্ভব করেছেন অনেক মানুষের সহায়তায়। এক ইনস্টাগ্রাম পোস্টে এই দুর্দিনে তাঁর পাশে দাঁড়ানো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী, ‘মানুষের এত ভালোবাসা পেয়ে সত্যি আমি আপ্লুত। যাঁরা এই কঠিন সময়ে আমার জন্য এতটা করেছেন, বিনিময়ে তাঁদেরও ভালোবাসতে চাই। যাঁরা প্রতিদিন খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে পাঠিয়েছেন, খোঁজ নিয়েছেন, তাঁদের ধন্যবাদ। একা ঘরবন্দি থাকা সহজ না, কিন্তু আপনাদের জন্যই সেটা সম্ভব হয়েছে।’

ভারতে লকডাউন শুরুর সপ্তাহেই পরিণীতির ছবি ‘সন্দীপ অওর পিংকি ফেরার’ মুক্তির কথা ছিল। করোনার কারণে স্থগিত হয়ে যায়। এখন অনলাইনে মুক্তির কথা চলছে দিবাকর ব্যানার্জির ছবিটির।

 

সূত্র : মিডডে

মন্তব্যসাতদিনের সেরা