kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

নওশাবার সাত অতিথি

রংবেরং প্রতিবেদক   

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনওশাবার সাত অতিথি

কাজী নওশাবা আহমেদ

ঈদে কাজী নওশাবা আহমেদের অতিথি হবেন শোবিজের সাত তারকা। তালিকায় আছেন মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, অনন্ত জলিল, মাহিয়া মাহি, ইয়ামনি হক ববি ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরো একজন শিগগিরই যুক্ত হবেন অতিথির তালিকায়। ঈদের দিন থেকে টানা সাত দিন রাত ৯টায় বিজয় টিভির সেলিব্রিটি শো ‘স্টার টক’ সঞ্চালনা করবেন অভিনেত্রী। করোনার কারণে নিজেদের বাসায় বসেই নওশাবার আতিথ্য গ্রহণ করবেন সবাই।

উপস্থাপনায় নতুন নন নওশাবা, তবে প্রথমবারের মতো ঈদের কোনো অনুষ্ঠানের সঞ্চালনা করলেন।

‘উপস্থাপনার কাজটা অভিনয়ের চেয়ে অনেকটাই ভিন্ন। অনুষ্ঠান আনন্দদায়ক বা মজার করে তোলার মূল দায়িত্বটা সঞ্চালকের, তাই কাজটি আমার জন্য চ্যালেঞ্জের ছিল। তারকাদের কাছ থেকে কথা বের করার কৌশলও জানতে হয় সঞ্চালককে। কাজটি বেশ উপভোগই করেছি’—বললেন নওশাবা।

মন্তব্যসাতদিনের সেরা