kalerkantho

বুধবার । ২৪ আষাঢ় ১৪২৭। ৮ জুলাই ২০২০। ১৬ জিলকদ  ১৪৪১

ডিভোর্সের পরও একে অপরের পাশে

রংবেরং প্রতিবেদক   

১৯ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডিভোর্সের পরও একে অপরের পাশে

অপূর্ব ও অদিতি

জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির ৯ বছরের সংসার ভেঙে গেছে। অদিতি নিজেই তাঁর ফেসবুকে জানিয়েছেন এই খবর। এটা জানার পর অনেকেই তাঁদের সংসার ভাঙা নিয়ে মুখরোচক গল্প তৈরি করছেন। না জেনে কেউ অপূর্বর, আবার কেউ অদিতির দোষ দিচ্ছেন। তবে দুজনই এ ব্যাপারে জল ঘোলা না করার অনুরোধ জানিয়েছেন। অপূর্ব তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ তৈরি করা, মিথ্যা বানোয়াট মন্তব্য করা থেকে সবাই বিরত থাকুন। অত্যন্ত সম্মানের সঙ্গে জানাচ্ছি, আমি ও আমার স্ত্রী শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে আমাদের সম্পর্কের আইনগতভাবে ইতি টেনেছি। ভুলে যাবেন না অদিতি আইনগতভাবে আমার স্ত্রী না হলেও সে আমার সন্তানের মা।’

মন্তব্যসাতদিনের সেরা