ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

রাঁধুনি মিলা...

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
রাঁধুনি মিলা...

মিরপুর ডিওএইচএসের যে অ্যাপার্টমেন্টে থাকেন মিলা ইসলাম, সেই অ্যাপার্টমেন্টের সবাইকে গতকাল নিজ হাতে রান্না করে সেহরি খাইয়েছেন। খাবারের তালিকায় ছিল মুরগি পোলাও, মুরগির কোরমা, রুই মাছের ডিম, চিংড়ি ভাজি ও তরমুজের শরবত। প্রতিবেশীদের বাসায় বাসায় খাবার রান্না করে পৌঁছে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীসহ কয়েকজন ছিন্নমূল মানুষকেও সেহরি খাইয়েছেন তিনি।

মিলা বলেন, ‘অনেক দিন ধরে ঘরবন্দি হয়ে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। তাই ভাবছিলাম, নতুন কী করা যায়। আমি রান্না করতে খুব পছন্দ করি। আমার বাসায় মিলা’স কিচেন নামে আলাদা একটা রান্নাঘর আছে।
সেটাতে শুধু আমিই রান্না করি। রান্না করার মাঝে টিভি দেখা বা সিনেমা দেখার ব্যবস্থাও আছে। হঠাৎ মনে হলো, অ্যাপার্টমেন্টের সবাইকে নিজ হাতে রান্না করে সেহরি খাওয়ালে মন্দ হয় না। বলার পর সবাই নিমন্ত্রণে সাড়া দেন।
আমার সবচেয়ে মজার রান্না গরুর মাংস। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি পাওয়া যায়নি। তাই অন্যান্য আইটেম দিয়েই চালিয়ে নিয়েছি। রান্নার বিরতিতে ছোট্ট একটি ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করি। সেখানে অনেক দর্শক মজার মজার মন্তব্য করেন।
সব মিলিয়ে পুরো বিষয়টিতে আমি খুব আনন্দ পেয়েছি।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

বীর দাস—ফুল ভলিউম

শেয়ার
বীর দাস—ফুল ভলিউম
কমেডিয়ান বীর দাস

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।

 

মন্তব্য
চলচ্চিত্র

এই ঘর এই সংসার

শেয়ার
এই ঘর এই সংসার
‘এই ঘর এই সংসার’ ছবির দৃশ্য

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

এই দুই ভাইয়ের প্রতি যেন অবহেলা না হয় সে কারণে কোনো সন্তান নেয় না আপা-দুলাভাই। চিন্টু পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে, সাইকাকে বিয়ে করে ঘরে তুলেছে। জুলির মিথ্যে অভিযোগের কারণে মিন্টুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। মিন্টুকে খুবই পছন্দ জুলির বাবার।
কৌশলে মিন্টুর সঙ্গে মেয়ের বিয়ে দেয়। সাইকার কারণে সংসারে অশান্তি নেমে আসে।

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

বড় ভাই

শেয়ার
বড় ভাই
‘বড় ভাই’ ধারাবাহিকের দৃশ্য

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক  ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ