kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

করোনার আরো খবর

৮ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে►        এই প্রজন্মের শিল্পীদের সংগঠন ‘ভয়েস অব বাংলাদেশ’। করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় মানুষকে ৬ এপ্রিল রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুর ও ঢাকা মেডিক্যাল কলেজ এলাকায় খাদ্য সাহায্য করেছে তারা। 

►        করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪ বছর বয়সী অভিনেতা ফরেস্ট কম্পটন। ‘দি এডি অব নাইট’ ছবিতে মাক কারের চরিত্র তাঁকে স্মরণীয় করে রেখেছে। করোনা কেড়ে নিল ‘এলিয়েন’-খ্যাত হলিউড অভিনেতা জে বেনেডিক্টকেও। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

►       শাজা মোরানির পর করোনা আক্রান্ত হয়েছেন ছোট বোন জোয়া মোরানিও। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা