kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

করোনা নিয়ে ছবি ও গান

রংবেরং ডেস্ক   

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনা নিয়ে ছবি ও গান

করোনা বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছেন অমিতাভ বচ্চন। ‘ফ্যামিলি’ নামের স্বল্পদৈর্ঘ্যের ছবিটিতে অমিতাভের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও প্রিয়াঙ্কা চোপড়া। এ ছাড়া দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রণবির কাপুর, আলিয়া ভাট, দিলজিৎ দোসান্তসহ আরো অনেককে। পরিচালনার দায়িত্বে থাকছেন প্রসূন পাণ্ডে। বাড়িতে থাকা, সামাজিক দূরত্ব বজায়, স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলাসহ জরুরি বিষয়গুলোর পাশাপাশি করোনার ভয়াবহতা তুলে ধরা হয়েছে এতে। গতকাল রাত ৯টায় সনি টেলিভিশন নেটওয়ার্কের সব চ্যানেলে শর্ট ফিল্মটির টিভি প্রিমিয়ার হয়।

স্বল্পদৈর্ঘ্য ছবি ছাড়াও করোনা নিয়ে তৈরি হয়েছে গান। তবে গানের মানুষরা নন, গান গেয়েছেন অভিনয়জগতের তারকারা। অভিনেতা ও সংগীতজ্ঞ জ্যাকি ভগনানির সঙ্গে মিলে করোনা নিয়ে সচেতনতামূলক গানটি তৈরি করছেন অক্ষয় কুমার। গানের ভিডিওতে আরো দেখা যাবে টাইগার শ্রফ, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, অনন্যা পাণ্ডেসহ আরো অনেককে। তারকারা সবাই তাঁদের নিজ নিজ বাড়িতে থেকেই এই ভিডিওতে অংশ নেন। এই গান থেকে প্রাপ্ত আয়ের পুরোটাই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ত্রাণ তহবিলে যাবে বলে জানা গেছে।

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসাতদিনের সেরা