kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

করোনার আরো খবর

৬ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার আরো খবর

জাস্টিন বিবার ও হেইলি বিবার

►        অবশেষে গায়িকা কণিকা কাপুরের কভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে। এর আগে টানা পঞ্চমবার টেস্টেও ফল নেতিবাচক হওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন ভক্তরা। বর্তমানে লখনউয়ের এক হাসপাতালে ভর্তি আছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, ফের পরীক্ষার ফল নেতিবাচক হলেই ছাড়া পাবেন তিনি।

►        লকডাউন শেষ না হওয়া পর্যন্ত গুরগাঁও বস্তির ২০০ পরিবারের দায়িত্ব নিয়েছেন রাকুলপ্রীত সিং।

►        যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাওয়ায় মেয়ে প্রিয়াঙ্কার জন্য উদ্বেগ জানিয়েছেন মধু চোপড়া। স্বামী নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রেই আছেন প্রিয়াঙ্কা।

►        যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় অসাধারণ ভূমিকা পালনের জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন জাস্টিন ও হেইলি বিবার দম্পতি।

►        করোনা আক্রান্ত হয়ে লেখিকা-অভিনেত্রী প্যাট্রিসিয়া বোসওয়ার্থ ৮৬ বছর বয়সে মারা গেছেন।

►       ভারতের দিনমজুরদের জন্য সাড়ে সাত কোটি রুপি অনুদান দিয়েছে নেটফ্লিক্স।

►        দক্ষিণী অভিনেত্রী নয়নতারা বেকার চলচ্চিত্রকর্মীদের জন্য ২০ লাখ রুপি সাহায্য দিয়েছেন।

►        করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে এলটন জন ও ম্যাডোনা আলাদাভাবে ১০ লাখ ডলার [প্রায় সাড়ে আট কোটি টাকা] অনুদান দিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা