kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

লাইভে গান শোনালেন তাঁরা

রংবেরং প্রতিবেদক   

৬ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলাইভে গান শোনালেন তাঁরা

শুধু অভিনয় নয়, চঞ্চল চৌধুরী গানেও সমান পারদর্শী। কম যান না নুসরাত ফারিয়াও। এবার দুজন করোনাভাইরাসে আতঙ্কিত মানুষকে সাহস জোগাতে লাইভে এসে গান শোনালেন। কৌশিক হোসেন তাপসের উদ্যোগ ও সঞ্চালনায় ৪ এপ্রিল রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে

‘মিউজিক ফর পিস-এফবি লাইভ’ শিরোনামের এই অনুষ্ঠান। চঞ্চল-ফারিয়া ছাড়াও গান শোনান শেহতাজ, আরফিন রুমি, প্রতীক হাসান ও ভারতের অদিতি সিং শর্মা। চঞ্চল বলেন, ‘এ সময় মানুষ গৃহবন্দি। একঘেয়ে জীবন যাপন করছে। ভেতরে ভেতরে ভয়ও পাচ্ছে। তাদের পাশে থাকার জন্যই এই লাইভ অনুষ্ঠান।’

মন্তব্যসাতদিনের সেরা