kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

তারকার ডায়েরি

অসচেতন মানুষ এখনো রাস্তায়!

ঘরবন্দি এই সময়ে কী ভাবছেন তারকারা? খানিকটা আভাস পাওয়া যাবে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের এই লেখায়

৬ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅসচেতন মানুষ এখনো রাস্তায়!

আজ কী বার? কত তারিখ?

বার-তারিখের কোনো হিসাব থাকছে না।

রাখতে চাইছিও না।

শুধু চাইছি আমি, আমার প্রিয়-অপ্রিয়জনসহ দেশের সব মানুষ ভালো থাকুক—

শারীরিকভাবে, মানসিকভাবে।

করোনা সংক্রমণে পরীক্ষার প্রসার বেড়েছে। রোগীর সংখ্যাও বাড়ছে।

অসচেতন মানুষ এখনো রাস্তায়!

সচেতন মানুষ অস্থিরতায়, উৎকণ্ঠায়। 

অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ!

তবু জানি মেঘ কেটে যাবে-ঝলমলিয়ে উঠবে পৃথিবী।

বহুদিনের অবহেলা সয়ে একটু একটু করে রঙিন হয়েছে যে প্রকৃতি তা কিন্তু এই আঁধারেরই অবদান!

এই রঙিন আমরা সবাই মিলে উপভোগ করব, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে  নিঃশ্বাস নেব প্রাণ ভরে।

সাগরের নীলে পা ভেজাব। পাহাড়ের নির্জনতায় শুনব ঝিঁঝিঁর ডাক।

চান্নিপসর রাতে জোছনা মাখব শরীরে, আর অমাবস্যার নিকষ কালো অন্ধকারে চিনে নেব আকাশের নাম না জানা তারাগুলো। শুধু অল্প কটা দিনের অপেক্ষা।

আশার আলোকে জ্বলুক প্রাণের তারা,

আগামীকালের প্রদোষ-আঁধারে ফেলুক কিরণধারা।

[ফেসবুক থেকে]

মন্তব্যসাতদিনের সেরা