kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

করোনার আরো খবর

৫ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে►        আগামী এক বছর কোনো বেতন নেবেন না প্রযোজক একতা কাপুর। লকডাউনে কাজ বন্ধ থাকায় বালাজি টেলিফিল্মসের সঙ্গে যুক্ত দিনমজুর ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতনের পুরো আড়াই কোটি টাকা দেওয়া হবে। 

►        ভারতের প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানালেও দানের পরিমাণ উল্লেখ করেননি তাঁরা।

►        অমিতাভ বচ্চন মনে করেন, হোমিওপ্যাথি চিকিৎসাশাস্ত্র করোনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

মন্তব্যসাতদিনের সেরা