kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

সেলেনার মন ভালো নেই

রংবেরং ডেস্ক   

৫ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেলেনার মন ভালো নেই

সেলেনা গোমেজ

মন খারাপ এই সময়ে আরেকটা খারাপ খবর দিলেন আমেরিকান গায়িকা, গীতিকার ও টিভি প্রযোজক সেলেনা গোমেজ। তিন বছর ধরে মানসিকভাবে ভালো নেই তিনি। অবশেষে সম্প্রতি জানতে পেরেছেন তাঁর অসুখটা আসলে বাইপোলার ডিজঅর্ডার। বিষণ্নতা দিনভর আঁকড়ে থাকে আর খুব দ্রুত মানসিক অবস্থার পরিবর্তন হয় এই রোগে। এই পরিবর্তনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। সম্ভবত সে কারণেই ২০১৬ সালের পর থেকে ক্যারিয়ার নীরবে গুটিয়ে নেন সেলেনা। শুক্রবার বন্ধু মাইলি সাইরাসের টক শো ‘ব্রাইট মাইন্ডেড’-এ এসব তথ্য জানান সেলেনা। দুই বন্ধুর কথোপকথনে জানা গেল সেলেনার আরো কিছু অজানা তথ্য। যুক্তরাষ্ট্রের একটি নামি হাসপাতালে দীর্ঘদিন মানসিক সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি। সেলেনার মতে, নিজের অনুভূতির কথাগুলো বলতে পারলে মনের ভার অনেকটা কমে যায়। আর তাই লকডাউনের এই দিনগুলোতে যারা অসহনীয় বোধ করছে তারা সেলেনা-মাইলির কথাবার্তার ভিডিওটা দেখে খানিকটা শান্তি পেতে পারে।

সূত্র : ডেইলি মেইল

মন্তব্যসাতদিনের সেরা