kalerkantho

রবিবার। ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৭ জুন ২০২০। ১৪ শাওয়াল ১৪৪১

অনলাইনে নাচের ক্লাস

রংবেরং ডেস্ক   

৩ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনলাইনে নাচের ক্লাস

ঘরবন্দি থাকার এই সময়টাতে অনলাইনে নাচের ক্লাস নেবেন মাধুরী দীক্ষিত। কত্থক শিল্পী বিরজু মহারাজ, কোরিওগ্রাফার সরোজ খান, তেরেন্স লুইস ও রোমিও ডি’সুজা মিলে এ উদ্যোগটি নিয়েছেন। ‘ডান্সডইথমাধুরীডটকম’ এই ওয়েবসাইটে ঢুকলেই যে কেউ বিনা মূল্যে মাধুরীর কাছ থেকে নাচের দীক্ষা নিতে পারবেন। এই উদ্যোগের সঙ্গে থাকার কারণ জনিয়ে এক বিবৃতিতে মাধুরী বলেন, ‘এই সময় যতটা সম্ভব মানুষকে চাপমুক্ত রাখতে হবে। বাড়িতে থাকলেও সময়টা যাতে উপভোগ্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে নানা দুশ্চিন্তা ভর করবে। নাচ হলো সবচেয়ে ভালো ধরনের ব্যায়াম, যা আপনার ফিটনেস ঠিক রাখার সঙ্গে মনকেও চাঙ্গা রাখবে।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্যসাতদিনের সেরা