kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

অনুদান দিলেই ডিনারের সুযোগ

রংবেরং ডেস্ক   

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনুদান দিলেই ডিনারের সুযোগ

কভিড-১৯-এর ত্রাণ তহবিলে অনুদান সংগ্রহের জন্য ভক্তদের আহ্বান জানিয়েছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত এমিলিয়া ক্লার্ক। পোস্টে সাড়া দেওয়া ভক্তদের মধ্য থেকে ১২ জন ভাগ্যবানকে নিয়ে একসঙ্গে রাতের খাবার খাবেন এই অভিনেত্রী। সামাজিক দূরত্বের জীবনযাত্রায় এই ডিনারও হবে অনলাইনে। অভিনেত্রী জানান, তাঁরা সবাই মিলে রান্না করতে করতে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করবেন। পরে রাতের খাবার খাবেন। অবশ্য এতে নাকি ভক্তরা জেনে যাবেন যে এমিলিয়া রান্না করতেই জানেন না। ইনস্টাগ্রাম পোস্টের সঙ্গে অনুদান দেওয়ার জন্য একটি লিংকও শেয়ার করেন ‘মাদার অব ড্রাগন’।

সূত্র : পেইজ সিক্স

মন্তব্যসাতদিনের সেরা