kalerkantho

মঙ্গলবার । ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৬  মে ২০২০। ২ শাওয়াল ১৪৪১

‘বড় লোকের বেটি লো’

গানের মূল শিল্পীর আক্ষেপ

রংবেরং প্রতিবেদক   

৩০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাদশা ও পায়েল দেবের সৌজন্যে আর জ্যাকলিন ফার্নান্দেজের নাচের কল্যাণে ‘বড় লোকের বেটি লো’ গানটি এখন ভাইরাল। ২৫ মার্চ সনি মিউজিক ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে ‘গেন্দা ফুল’ নামে ভিডিও আকারে প্রকাশিত হয় গানটি। এর সঙ্গে নতুন কিছু কথা জুড়ে দেন বাদশা। কিন্তু গানটির মূল শিল্পী ভারতের বীরভূমের বাসিন্দা রতন কাহার। একের পর এক শিল্পী গানটি নতুন করে গাইলেও মূল শিল্পীর কাছ থেকে কেউ অনুমতি নেননি বলে অভিযোগ রতনের। বাদশা-পায়েলের গাওয়ার খবরটিও রতনের কানে গেছে। তবে এখনো ভিডিওটি দেখতে পারেননি তিনি। কারণ তাঁর নেই কোনো আধুনিক মোবাইল। ২৭ মার্চ এই শিল্পীকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়েছে। সেখানে রতন বলেছেন গানের পেছনের গল্পসহ নানা আক্ষেপের কথা। তাঁর গান গেয়ে অনেকে কাঁড়ি কাঁড়ি টাকা আয় করলেও তিনি রয়ে গেছেন সবার আড়ালে। তাতেও নাকি দুঃখ ছিল না। যদি গানটি গাওয়ার আগে সবাই তাঁর কাছ থেকে অনুমতি নিতেন তাতেই তিনি তৃপ্তি পেতেন।

মন্তব্যসাতদিনের সেরা