kalerkantho

মঙ্গলবার । ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৬  মে ২০২০। ২ শাওয়াল ১৪৪১

ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস

গলি বয়ের জয়

রংবেরং ডেস্ক   

৩০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগলি বয়ের জয়

সেরা অভিনেতার পুরস্কার হাতে রণবীর সিং

কথা ছিল ১৪ মার্চ বড় আয়োজনে হবে এবারের ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস। কিন্তু করোনাভাইরাস সেটা হতে দেয়নি। তাই ২৮ মার্চ অনলাইনেই ঘোষণা করা হলো এবারের বিজয়ীর নাম। যেখানে হিন্দি ছবি ক্যাটাগরিতে এগিয়ে আছে ‘গলি বয়’। সেরা হিন্দি ছবি ছাড়াও এ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন যোয়া আখতার। এ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। পুরস্কার হাতে অভিনেতা ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছেন। তবে অভিনেত্রী ক্যাটাগরিতে আছে চমক। ‘সোনি’র জন্য অনেকটা অচেনা গীতিকা বিদ্যা পেয়েছেন এ পুরস্কার। অনুমিতভাবে সেরা তামিল ছবি হয়েছে ‘সুপার ডিলাক্স’। এ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন বিজয় সেথুপতি। এ ছাড়া সেরা তেলেগু ও মালয়ালাম ছবি হয়েছে যথাক্রমে ‘মালেশাম’ ও ‘কুমবালঙ্গি নাইটস’। সেরা বাংলা ছবি হয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তর ‘কেদারা’।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্যসাতদিনের সেরা