kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

মিথিলার কণ্ঠে সৃজিতের লেখা গান

রংবেরং প্রতিবেদক   

২৯ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিথিলার কণ্ঠে সৃজিতের লেখা গান

তারকাদের অনেকেই অনেকভাবে হোম কোয়ারেন্টিনের দিনগুলো কাটাচ্ছেন। মডেল, অভিনেত্রী ও গায়িকা মিথিলা এবার গিটার বাজিয়ে গাইলেন স্বামী সৃজিত মুখার্জির লেখা ‘তুমি এবার’। নীল দত্তের সুর করা গানটির মূল শিল্পী সোমলতা। তবে মিথিলার গাওয়া গানটিও বেশ মনে ধরেছে সৃজিতের। আর তাইতো ধন্যবাদ জানিয়ে মিথিলার গাওয়া ভিডিওটি প্রকাশ করেন নিজের ফেসবুকে। পরে সেটি শেয়ার করেন মিথিলা। দুজনের ভক্ত-শ্রোতারাই গানটি বেশ উপভোগ করে। অনেকেই ভিডিওটির নিচে নিজেদের ভালোলাগার কথা জানায়। গানটির প্রথম দুটি লাইন—‘সকালের আলো মেখে চার চাকা পায়ে কবে দূর যাবে আবার/বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায় খুঁজে সুর পাবে আবার।’

মন্তব্যসাতদিনের সেরা