kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

চলে গেলেন মতিউর রহমান পানু

রংবেরং প্রতিবেদক   

২৬ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘বেদের মেয়ে জোসনা’সহ অনেক ব্যবসাসফল ছবির প্রযোজক ও পরিচালক মতিউর রহমান পানু আর নেই। ২৪ মার্চ রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উত্তরায় নিজ বাসায় মারা গেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পানু। ভুগছিলেন নানা রকম বার্ধক্যজনিত রোগে। অবশেষে মঙ্গলবার না ফেরার দেশে চলে গেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মতিউর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে। ১৯৩৯ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদরে জন্মগ্রহণ করেন পানু। ১৯৬৪ সালে তিনি এফডিসিতে পা রাখেন। কাজ শুরু করেন সহকারী পরিচালক হিসেবে। ‘আঁকাবাঁকা’, ‘টাকা আনা পাই’, ‘প্রতিশোধ’সহ বেশ কয়েকটি ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর প্রযোজিত ছবির মধ্যে উল্লেখযোগ্য ‘মোল্লা বাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘আপন ভাই’, ‘নাগ মহল’, ‘নির্দোষ’ প্রভৃতি।

মন্তব্যসাতদিনের সেরা