বিয়ের আসরে হৃদিতা রেজা ও শওকত আলী ইমন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীত পরিচালক শওকত আলী ইমন বিয়ে করেছেন। কনে হৃদিতা রেজা চ্যানেল আইয়ের সংবাদ পাঠিকা। ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ওয়াটারফল রেস্টুরেন্টে পারিবারিকভাবে হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিটিভির সাবেক সিনিয়র প্রযোজক রেজাউল করিমের মেয়ে হৃদিতা। ইমন বলেন, ‘মাত্র এক মাস আগে আমাদের পরিচয়। দুলাভাই রফিকুল আলম ও আবিদা সুলতানা আপা আমাকে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেন। রফিকুল ভাইয়ের সঙ্গে হৃদিতার বাবার অনেক দিনের সম্পর্ক। দুই পরিবারের চাওয়াতেই আমরা এক হয়েছি।’ হানিমুন করতে বিদেশ যাওয়ার ইচ্ছা থাকলেও করোনাভাইরাসের জন্য আপাতত সিদ্ধান্ত পরিবর্তন করেছেন নবদম্পতি। ২৯ মে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলেও জানান ইমন।
মন্তব্য