kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

আরো খবর

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► আলাদা হওয়ার পাঁচ বছর পর আনুষ্ঠানিকভাবে বিয়েবিচ্ছেদের আবেদন করেছেন কঙ্কনা সেনশর্মা ও রণবীর শোরে।

► মুক্তির পর থেকে আয়ুষ্মান খুরানার ‘শুভমঙ্গল জায়দা সাবধান’ ৪০ কোটি রুপি ব্যবসা করেছে। দিল্লিতে সহিংসতা কমলে ছবিটির আয় আরো বাড়বে বলে বক্স অফিস বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

► তাপসী পান্নুর ‘থাপ্পড়’কে শুল্কমুক্ত ঘোষণা করেছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। অনুভব সিনহা পরিচালিত ছবিটি আজ মুক্তি পাবে।

► সোনাক্ষী সিনহা দাবি করেছেন কাজ পাওয়ার জন্য কখনোই কোনো প্রযোজকের কাছে অনুরোধ নিয়ে যাননি তিনি।

► জেমস বন্ডের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’-এর দৈর্ঘ্য হবে ১৬৩ মিনিট, যা বন্ড ছবির মধ্যে সর্বোচ্চ।

► ‘ইন্ডিয়ানা জোন্স ৫’ পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছেন স্টিভেন স্পিলবার্গ। এই প্রথম ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের ছবি পরিচালনা করবেন না তিনি। তাঁর জায়গায় জেমস ম্যানগোল্ডকে পরিচালক হিসেবে দেখা যাবে বলে খবর আছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মন্তব্যসাতদিনের সেরা