kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

‘কবির সিং’ নয়

রংবেরং ডেস্ক   

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘কবির সিং’ নয়

ভারতে প্রায় প্রতিটি ঘরেই নারীদের নির্যাতিত হওয়ার ঘটনা ঘটে। আড়ালে থাকা এ বিষয়টি নিয়ে ‘থাপ্পড়’ সিনেমায় অভিনয় করেছেন তাপসী পান্নু। আগামীকাল মুক্তির অপেক্ষায় থাকা ছবির প্রচারণায় অবশ্য বারবার উঠে আসছে ‘কবির সিং’-এর কথা। গেল বছর মুক্তি পাওয়া ছবিটিতে প্রেমিকার গায়ে বারবারই হাত তুলতে দেখা গেছে প্রেমিককে। শহিদ কাপুরের ছবিটি নিয়ে মুক্তির পরই বিস্তর সমালোচনা হয়েছিল। ঠিক বিপরীতধর্মী ‘থাপ্পড়’ মুক্তির আগে বিষয়টি নতুন করে উঠে এলো। ‘থাপ্পড়’-এর প্রচারণায় তাপসী পান্নু জানিয়ে দিলেন ‘কবির সিং’-এর মতো ছবি কখনোই করবেন না তিনি। “অনেকেই বলছেন ওই ছবির [কবির সিং] জবাব হিসেবেই আমরা এ ছবিটা করেছি। এটা ঠিক নয়। তবে ওই ছবির বিষয়বস্তুর সঙ্গে আমি একেবারেই একমত নই, নারীর প্রতি সহিংসতাকে যেভাবে সমর্থন জানানো হয়েছে সেটার প্রতিবাদ জানাই। আমি নিজে কখনোই এমন ছবি করব না। ‘কবির সিং’-এর মতো ছবি দেখা আমার জন্য খুবই অস্বস্তিকর,” বলেন তাপসী। অভিনেত্রীর এ মন্তব্যের পর একটি সংবাদমাধ্যম থেকে ‘কবির সিং’ অভিনেতা শহিদ কাপুরের মতামত জানতে চাওয়া হয়েছিল। তবে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সূত্র : ফার্স্টস্পট

মন্তব্যসাতদিনের সেরা