kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

আরো খবর

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► তাহের শিপন ও মুকুল রায় চৌধুরী পরিচালিত ‘হলুদবনি’ ছবিটি মুক্তি পাবে ৬ মার্চ। ঢাকার যমুনা ব্লকবাস্টার ও স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানায় প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম। এতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত, পাওলি দাম ও বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা।

► শুরু হয়েছে রায়হান রাফির ‘স্বপ্নবাজি’ ছবির শুটিং। এই ছবিতে পোশাকের পেছনেই ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা। মূলত ফ্যাশন জগৎ নিয়ে ছবিটির গল্প।

► চলচ্চিত্রের পাশে থাকবে বাংলাদেশ ব্যাংক। ২৪ ফেব্রুয়ারি ব্যাংকটির কর্মকর্তাদের সঙ্গে প্রযোজক সমিতির নেতৃবৃন্দ বৈঠক করেছেন। বৈঠকে কর্মকর্তারা এই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

► এশিয়ার প্রথম মহিলা চালিত ট্যাক্সি সার্ভিসের প্রতিষ্ঠাতা রেবতী রায়ের জীবনী নিয়ে ছবি তৈরি হচ্ছে বলিউডে। পরিচালনা করবেন রবি গ্রেওয়াল। ছবিটির সহপ্রযোজক হিসেবে আছেন অভিনেতা জন আব্রাহাম। তার সঙ্গে অনিল বোহরার ও রবি গ্রেওয়ালও থাকবেন বলে জানা গেছে। 

► ফারহান আখতারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানাতে চান তার বোন পরিচালক জোয়া আখতার। পছন্দসই একটা গল্পের জন্য অপেক্ষা করছেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা