kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

অনুমতি পেয়েছেন করণ?

রংবেরং ডেস্ক   

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅনুমতি পেয়েছেন করণ?

ভারতীয় ক্রিকেটার এম এস ধোনি ও শচীন টেন্ডুলকারের বায়োপিক তৈরির পর বেশ কয়েকবার সৌরভ গাঙ্গুলির বায়োপিকের গুঞ্জন শোনা গেছে। গুঞ্জনের পালা শেষ হয়ে এবার নতুন খবর আসার সম্ভাবনা তৈরি হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসে হঠাৎ করে হাজির হন করণ জোহর। সেখানে বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট ও ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। যদিও দুই পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি, তবে ধারণা করা হচ্ছে সৌরভের বায়োপিক নিয়েই আলোচনাটা হয়েছে। জানা গেছে দুই বছর ধরে পরিচালক করণ জোহর সৌরভের বায়োপিক নির্মাণের বিষয়ে আলাপ করতে চেয়েছেন। সূত্রমতে, এবার মিলেছে কাঙ্ক্ষিত সম্মতি। বায়োপিকের জন্য এবার অভিনেতা খুঁজছেন তাঁরা। গত ডিসেম্বরে সৌরভ জানিয়েছিলেন, পর্দায় তাঁর চরিত্রে হূতিক রোশানকে দেখতে চান। এর আগে আরেকটি খবরে বলা হয়েছিল, সৌরভের বায়োপিক তৈরি করবেন একতা কাপুর। বিসিসিআই সভাপতি নিজে খবরটির সত্যতা স্বীকার করে জানিয়েছিলেন, ‘যদি একতা চায় তবে আমি রাজি। বায়োপিক নিয়ে তাঁর সঙ্গে কথাও হয়েছে। তবে এখনো কিছু নির্দিষ্ট হয়নি।’

সূত্র : কইমই

মন্তব্য