kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

গায়িকা থেকে গীতিকার-সুরকার

রংবেরং প্রতিবেদক   

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগায়িকা থেকে গীতিকার-সুরকার

গায়িকা থেকে গীতিকার-সুরকার হলেন ঐশী। নিজের নতুন অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস ২’তে একটি গানের কথা ও সুর করেছেন তিনি। গানটির শিরোনাম ‘দম দাও গো মালিক’। শুরুর কথাগুলো হলো—‘এমন সাধন কেমন করে/করি বাঁধন মন পিঞ্জরে/মালিক কোনো উপায় কি আর নাই রে’। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিএমভি মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশিত হয় ঐশীর গান ‘মনের খবর’। এ উপলক্ষে সিএমভির অফিসে ছোট্ট এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে একইসঙ্গে উম্মোচন করা হয় ঐশীর ‘ঐশী এক্সপ্রেস ২’-এর মোড়কও। আর তখনই সবাই জানতে পারেন ঐশীর গান লেখা এবং সুর করার খবর! তবে কাজটি শখ থেকেই করেছেন বলে জানিয়েছেন ঐশী—‘গান গাওয়াই হচ্ছে আমার কাজ। লেখা বা সুর করা আমার জন্য নয়। এই গানটি বলতে গেলে আমার ভেতর চলে এসেছে। ভাবলাম রেকর্ড করে রাখি। যাঁরা শুনেছেন সবাই পছন্দ করেছেন। এটিও ভিডিও আকারে প্রকাশ করার ইচ্ছা আছে আমার।’

এত দিন বিভিন্ন ভিডিওতে শিল্পী হিসেবে উপস্থিত থাকলেও ‘প্রেমর খবর’ গানের ভিডিওতে নেচেছেন ঐশী, যা তাঁর ভক্তরা ভালোভাবেই গ্রহণ করছেন বলে জানিয়েছেন এই গায়িকা।

মন্তব্যসাতদিনের সেরা