kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

আরো খবর

২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে-    নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয় কুমার। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী বছর অক্ষয় কুমারের পাঁচটি ছবি মুক্তি পাবে। জানা গেছে, নাম ঠিক না হওয়া নতুন অ্যাকশন-কমেডি ছবিটিতে সাত বছর পর একতা কাপুরের সঙ্গে কাজ করবেন অক্ষয়।

-   ডেটিং অ্যাপে প্রেম খুঁজছেন—এমন গুজব উড়িয়ে দিয়েছেন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক বেন অ্যাফ্লেক। জানান, কোনো ধরনের ডেটিং অ্যাপসই তিনি ব্যবহার   করেন না।

-    রাকেশ শর্মার বায়োপিক ‘সারে জাহাঁ সে আচ্ছা’ ছবিতে মূল চরিত্রে কে অভিনয় করবেন, এ নিয়ে গুঞ্জন চলছেই। শাহরুখ খান, ভিকি কৌশলের পর এবার সালমান খানের নাম শোনা যাচ্ছে।

-    ‘হাসলার্স’ ছবির জন্য জেনিফার লোপেজের অস্কার পাওয়া উচিত ছিল বলে মনে করেন সাবেক প্রেমিক   বেন অ্যাফ্লেক।

-    জাস্টিন বিবারের জন্য বিলবোর্ডের শীর্ষে থাকা নতুন কোনো খবর নয়। তবে এবার নতুন মাইলফলক যুক্ত হলো তারকার ঝুলিতে। গত ১০ বছরে সাতবার বিলবোর্ডের শীর্ষস্থান দখল করেছেন কানাডীয় সংগীত তারকা।

মন্তব্যসাতদিনের সেরা