- নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয় কুমার। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী বছর অক্ষয় কুমারের পাঁচটি ছবি মুক্তি পাবে। জানা গেছে, নাম ঠিক না হওয়া নতুন অ্যাকশন-কমেডি ছবিটিতে সাত বছর পর একতা কাপুরের সঙ্গে কাজ করবেন অক্ষয়।
- ডেটিং অ্যাপে প্রেম খুঁজছেন—এমন গুজব উড়িয়ে দিয়েছেন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক বেন অ্যাফ্লেক। জানান, কোনো ধরনের ডেটিং অ্যাপসই তিনি ব্যবহার করেন না।
- রাকেশ শর্মার বায়োপিক ‘সারে জাহাঁ সে আচ্ছা’ ছবিতে মূল চরিত্রে কে অভিনয় করবেন, এ নিয়ে গুঞ্জন চলছেই। শাহরুখ খান, ভিকি কৌশলের পর এবার সালমান খানের নাম শোনা যাচ্ছে।
- ‘হাসলার্স’ ছবির জন্য জেনিফার লোপেজের অস্কার পাওয়া উচিত ছিল বলে মনে করেন সাবেক প্রেমিক বেন অ্যাফ্লেক।
- জাস্টিন বিবারের জন্য বিলবোর্ডের শীর্ষে থাকা নতুন কোনো খবর নয়। তবে এবার নতুন মাইলফলক যুক্ত হলো তারকার ঝুলিতে। গত ১০ বছরে সাতবার বিলবোর্ডের শীর্ষস্থান দখল করেছেন কানাডীয় সংগীত তারকা।
মন্তব্য