kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

রোশানের বিরুদ্ধে অভিযোগ

রংবেরং প্রতিবেদক   

২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরোশানের বিরুদ্ধে অভিযোগ

গতকাল সাইফ চন্দনের ‘ওস্তাদ’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল রোশানের। পরিচালক সেভাবে আয়োজনও করেছিলেন। নারিন্দার বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ার কথা। সহশিল্পী আনিসুর রহমান মিলনসহ অনেকেই অপেক্ষায় ছিলেন রোশানের জন্য। অপেক্ষার প্রহর গড়াতে গড়াতে বিকেল হলেও আসেননি রোশান। পরিচালক রোশানের এমন দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, একজন শিল্পীর এমন উদাসীনতায় অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। শুধু তা-ই নয়, পরবর্তী শুটিংয়ের জন্য অন্য শিল্পীদের শিডিউল মেলানোটাও কঠিন হবে। সাইফ বলেন, ‘আমি প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দেব। একজন প্রযোজককে লগ্নি করাতে অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু সেটার মূল্য কখনোই শিল্পীরা বোঝে না। এমনিতেই চলচ্চিত্রের অবস্থা খারাপ। সেখানে কোনো শিল্পী এমন অপেশাদার আচরণ করলে ভালো দেখায় না।’ সাইফের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোশানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্যসাতদিনের সেরা