kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

আরো খবর

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

কামিলা কাবেলো

► করোনাভাইরাস নিয়ে চীনা সরকারের নির্দেশ মেনে চলতে দেশটির ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন আমির খান। এক ভিডিও বার্তায় এই ‘কঠিন বিপদ’ মোকাবেলায় ভক্তদের শুভকামনাও জানিয়েছেন তিনি। গেল কয়েক বছরে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’সহ আমিরের বেশ কয়েকটি ছবি চীনে ব্যাপক জনপ্রিয়তা পায়।

► তাঁর ক্যারিয়ার অনেকটা ভাগ্যের ওপর নির্ভরশীল, বলেছেন ড্যানিয়েল রেডক্লিফ। তবে এটাও জানিয়েছেন, ভাগ্যের ওপর সব ছেড়ে না দিয়ে কঠোর পরিশ্রমেরও কমতি রাখেন না তিনি।

► কামিলা কাবেলো জানিয়েছেন, সিনড্রেলা থেকে তিনি প্রেরণা নেন।

► কোয়েন্টিন টারান্টিনো ও তাঁর স্ত্রী ড্যানিয়েল পিক প্রথমবারের মতো বাবা ও মা হয়েছেন।

► লিয়াম নিসন জানিয়েছেন, সুপারহিরো ছবি তাঁর পছন্দ নয়, এই ঘরানার ছবিতে কখনো দেখা যাবে না তাঁকে।

মন্তব্যসাতদিনের সেরা