kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

ছেলের সংগীতায়োজনে আগুন

রংবেরং প্রতিবেদক   

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছেলের সংগীতায়োজনে আগুন

সংগীতশিল্পী আগুনের ছেলে মিছিলও এখন গানের মানুষ। কিছুদিন আগে নিজের ব্যান্ড ‘ফ্রিডম’-এর প্রথম গান ‘প্রিয়তমা’ প্রকাশ করেছিলেন মিছিল। এবার মিছিলের সংগীতায়োজনে গাইলেন আগুন। গানটি লিখেছেন এবং সুর করেছেন আগুন নিজেই। সংগীতায়োজনে মিছিলের সঙ্গে ছিলেন প্রত্যয় খান। প্রত্যয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষে মিক্সিংও হয়ে গেছে বলে জানিয়েছেন আগুন। কিছুদিনের মধ্যেই গানটির ভিডিওর কাজ হবে। এরপর বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশিত হবে। গানটির মুখ—‘তুই যে আমার কালো পাথর, আয় না তোরে ছুঁইয়া একটু সাদা কইরা দিই/জনমকালে ছিলি ধলা, পাপ টাইনা হইলা কালা, পাপের কালো হইবো আলো পাপীর পরশেই, আয় না তোরে ছুঁইয়া একটু সাদা কইরা দিই।’ আগুন বলেন, ‘আমার বাবা খান আতাউর রহমান ছিলেন সুরকার-সংগীত পরিচালক। তাঁর ছেলে হয়ে আমিও এসেছি গানের জগতে। এখন আমার ছেলে মিছিলও গান করছে। তার সংগীতায়োজনে আমি গেয়েছি। একটি শিল্পী পরিবারের জন্য এসব অনুভূতি সত্যিই অনেক আনন্দের। আমার বিশ্বাস মিছিলও একদিন অনেক নাম করবে।’

মন্তব্যসাতদিনের সেরা