kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

টিভি হাইলাইটস

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

ক্যারিয়ার গাইড

গানের অন্তরালে

এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে রয়েছে সংগীতানুষ্ঠান ‘গানের অন্তরালে’। ২৫ মিনিটের এ অনুষ্ঠানে প্রতি পর্বে একজন সংগীতশিল্পী উপস্থিত থাকেন। নিজের সংগীত ও ব্যক্তিজীবনের নানা বিষয়ে বলবেন তিনি, দু-তিনটি গানও গেয়ে শোনাবেন। উপস্থাপনায় সুজিত মোস্তফা।

 

ক্যারিয়ার গাইড

একুশে টেলিভিশনে রাত ৮টায় প্রচারিত হচ্ছে ‘ক্যারিয়ার গাইড’। আজকের বিষয় ‘মার্কেটিং পেশায় ক্যারিয়ার’। এ বিষয়ে আলোচনা করবেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মার্কেটিং ব্যক্তিত্ব আসিফ ইকবাল। উপস্থাপনায় গোলাম সামদানি ডন।

 

ইন্ডিয়ান আইডল 

সংগীত প্রতিভা অন্বেষণের জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল—সিজন ১১’-এর গ্র্যান্ড ফিনালে আজ। শীর্ষ পাঁচ প্রতিযোগীর ভাগ্য নির্ধারণ হবে আজ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হিমেশ রেশাম্মিয়া, আয়ুষ্মান খুরানা ও নেহা কাক্কর। দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিটে।

 

জিয়নকাঠি

ঋষি আর জাহ্নবীর সংসারে ফাটল ধরাতে রশ্মির চক্রান্ত চলছেই। জাহ্নবীর কি অন্যত্র বিয়ে হয়ে যাবে? জনপ্রিয় ধারাবাহিকটি দেখুন রাত ৮টা ৩০ মিনিটে।

মন্তব্যসাতদিনের সেরা