kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

ফ্যাশনবিভ্রাট

রংবেরং ডেস্ক   

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্যাশনবিভ্রাট

আলোচিত সেই পোশাকে দীপিকা পাড়ুকোন

ফ্যাশন সচেতনতার জন্য বরাবরই প্রশংসিত দীপিকা পাড়ুকোন। অন্যদিকে অভিনেত্রীর স্বামী রণবীর সিং তাঁর উদ্ভট ফ্যাশনের জন্য প্রায়ই আলোচিত হন। এবার দীপিকার ফ্যাশন এসেছে আলোচনায়। সম্প্রতি ‘মিরচি অ্যাওয়ার্ড ২০২০’-এ কালো স্যুটের সঙ্গে ঘোমটা দিয়ে হাজির হন দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রামে শেয়ার করলে মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। ১৫ লাখ লাইক পড়েছে দীপিকার সেই পোস্টে। অনেকে ব্যতিক্রমী ফ্যাশনের জন্য ‘পদ্মাবৎ’ অভিনেত্রীর প্রশংসা করেছে। আবার অনেকেই দীপিকার উদ্ভট ফ্যাশনে বিরক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক মিম শেয়ার করেছে অনেকেই। একজন দীপিকার পোস্ট শেয়ার করে লেখেন, ‘মনে হচ্ছে শাশুড়ির সঙ্গে কনফারেন্সে যাবার সাজ।’ আরেকজন লিখেছেন, ‘করপোরেট বউ।’ দীপিকার ওপর রণবীরের প্রভাব পড়তে শুরু করেছে বলে অভিযোগ করে একজন বলেন, ‘রণবীরের কাপড়।’ প্রসঙ্গত, দীপিকা এখন ব্যস্ত কবির খানের ‘৮৩’ ছবি নিয়ে। ‘পদ্মাবৎ’-এর পর এই ছবি দিয়ে রণবীর সিংয়ের সঙ্গে পর্দায় হাজির হবেন তিনি। এ ছাড়া বলিউডের বহুল আলোচিত ছবি ‘মহাভারত’-এর জন্য নিজেকে প্রস্তুত করছেন ‘ছপাক’ তারকা।

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসাতদিনের সেরা