kalerkantho

বুধবার । ২৫ চৈত্র ১৪২৬। ৮ এপ্রিল ২০২০। ১৩ শাবান ১৪৪১

পাঁচ বছর পর বিয়ের খবর

দুই পুত্রের জনক সাইমন

রবিউল ইসলাম জীবন   

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুই পুত্রের জনক সাইমন

স্ত্রী দীপা ও দুই পুত্র সাইয়্যান-সাইয়্যারের সঙ্গে সাইমন সাদিক

সাইমন সাদিকের বিয়ের কথা শোবিজের লোকজন আগে থেকেই জানত। তবে মিডিয়ায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে কখনো মুখ খোলেননি অভিনেতা। এবার নিজেই জানান দিলেন বিয়ের খবর। শুধু বিয়েই নয়, দুই সন্তানের জনকও তিনি! ২০১৪ সালের ২৩ ডিসেম্বর ঢাকার মেয়ে দীপাকে বিয়ে করেন ‘পোড়ামন’ অভিনেতা। তাঁদের ঘরে এসেছে দুটি ছেলেসন্তান। বড় ছেলের নাম সাদিক মো. সাইয়্যান। তার বয়স চার বছর চার মাস। ছোট ছেলে সাদিক মো. সাইয়্যার। তার বয়স পাঁচ মাস। সাইয়্যান তার স্কুলের প্রথম পরীক্ষায় প্রথম হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় নিজের ফেসবুকে ছেলেকে নিয়ে একটি পোস্ট করেন সাইমন। পরে কালের কণ্ঠ’র সঙ্গে আলাপকালে ছোট ছেলে ও স্ত্রী সম্পর্কেও বলেন সাইমন, ‘স্ত্রী ও সন্তানদের খবর এত দিন ইচ্ছা করেই মিডিয়ায় জানাইনি। ছেলেরা এখন বড় হচ্ছে। তাই মনে হয়েছে তাদের সম্পর্কে সবাইকে জানানো দরকার। দীপা গৃহিণী। স্ত্রী-সন্তানদের নিয়ে সুখেই আছি। এত দিন বিয়ে ও সন্তানদের খবর না জানানোর জন্য আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সবার কাছে ক্ষমা চাচ্ছি।’ 

মন্তব্যসাতদিনের সেরা