kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

বন্ড গার্ল বাস্তবসম্মত নয়

রংবেরং ডেস্ক   

২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবন্ড গার্ল বাস্তবসম্মত নয়

আনা ডে আরমাস

সারা দুনিয়ার সাধারণ দর্শকের কাছে পরিচিতি পাওয়ার জন্য ‘বন্ড’ ছবির নায়িকা হওয়ার চেয়ে ভালো উপায় কমই আছে। সিরিজটির শুরু থেকেই ‘বন্ড গার্ল’ নিয়ে সব সময়ই আলাদা কৌতূহল থাকে দর্শকদের। তবে নতুন বন্ড গার্ল আনা ডে আরমাস মনে করেন, এ চরিত্রটি ঠিক বাস্তবসম্মত নয়। মুক্তির অপেক্ষায় থাকা জেমস বন্ডের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’-এ অভিনয় করা কিউবান অভিনেত্রী বলেন, ‘বন্ড ছবির নায়িকারা কেমন হয় সবাই সেটা জানে। বেশির ভাগ সময়ই চরিত্রগুলো বাস্তবের ধারেকাছেও থাকে না।’ প্রায় সব বন্ড ছবিতেই নায়িকাদের দেখা গেছে খুবই স্বল্প সময়ের জন্য। পর্দায় জেমস বন্ডের সঙ্গে ঘনিষ্ঠতা ছাড়া কার্যত সিনেমায় তাঁদের কোনো ভূমিকাই থাকে না। তবে নতুন বন্ড ছবিতে আনার করা চরিত্রটি একটু আলাদা। এ জন্য তিনি সিনেমার চিত্রনাট্যকারদের ধন্যবাদ জানান, ‘আমার চরিত্রটি দারুণ, এটা অবাস্তব কিছু নয়। সত্যিকারের একটা নারী চরিত্র।’ এর আগে জেমস বন্ড চরিত্র করা ড্যানিয়েল ক্রেগও তথাকথিত ‘বন্ড গার্ল’ ধারনার সমালোচনা করেছিলেন।

 

সূত্র : ফিমেল ফার্স্ট

মন্তব্যসাতদিনের সেরা