kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

টিভি হাইলাইটস

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

অপু আমান

মিউজিক ক্লাব

বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে রয়েছে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’। আজকের অতিথি অপু আমান ও স্বরলিপি। অনুষ্ঠানে গাওয়ার পাশাপাশি সংগীত জীবনের গল্প শোনাবেন তাঁরা। দর্শকরাও টেলিফোন করতে পারবেন।

 

ফুল এইচডি

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘ফুল এইচডি’। রচনা ও পরিচালনায় অরণ্য আনোয়ার। অভিনয়ে মোশাররফ করিম, সানজিদা প্রীতি প্রমুখ।

 

ওমেন মেক সায়েন্স

ইকুয়েডরের তিন নারী বিজ্ঞানীর গল্প, যাঁরা বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবন দিয়ে স্থানীয় আদীবাসীদের জীবন বদলে দিয়েছেন। তথ্যচিত্রটি দেখা যাবে সকাল ১০টায়, আলজাজিরায়।

 

কপালকুণ্ডলা

কপালকুণ্ডলা ও নবকুমার দুজনেই জড়িয়ে যায় গভীর এক ষড়যন্ত্রের জালে। আজকের পর্বে দেখা যাবে এই ষড়যন্ত্র থেকে মুক্ত হতে তারা কী করছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটির নাম ভূমিকায় আছেন সৌমী চট্টোপাধ্যায়। দেখা যাবে রাত ৯টায়, স্টার জলসায়।

মন্তব্যসাতদিনের সেরা