kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

টিভি হাইলাইটস

১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

জননী জন্মভূমি

জননী জন্মভূমি

দীপ্ত টিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে বাংলায় ডাব করা তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’। এতে কণ্ঠাভিনয় করেছেন, দীপক সুমন, রুবাইয়া মতিন গীতি, সাঈদ সুমন, অশোক কুমার বসাক, নাহিদ আখতার ইমু, মশিউর রহমান দিপু, তানিয়া পাটোয়ারী, খায়রুল আলম হিমু, রাজু আহমেদ, জয়িতা মহলানবীশ প্রমুখ।

 

নাচের ইশকুল

দুরন্ত টিভিতে সকাল ৮টায় প্রচারিত হবে নাচ শেখানোর অনুষ্ঠান ‘নাচের ইশকুল’। শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, বেনজির সালাম, অনিক বোস, নীলাঞ্জনা জুঁই, সাব্বির আহমেদ খান বিজু, সামিনা হোসেইন প্রেমা, সুইটি দাস চৌধুরী ও অর্থি আহমেদরা শিশুদের নাচ শেখান এখানে।

 

বিয়ার গ্রিলস ও নরেন্দ্র মোদি

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর বিশেষ পর্বে বিয়ার গ্রিলসের অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে অ্যাডভেঞ্চার করেছেন দুজন। পাশাপাশি মোদি শুনিয়েছেন তাঁর জীবনের নানা কথা। দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিটে।

 

কে আপন কে পর

আজকের পর্বে পুলিশ হেফাজত থেকে জবা পালানোর পর কী হয় সেটা দেখা যাবে। দেখা যাবে রাত ৮টায়।

মন্তব্যসাতদিনের সেরা