kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সারা ভাবি

রংবেরং ডেস্ক   

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসারা ভাবি

গেল বছরের শুরু থেকে বলিউডে সবচেয়ে চালু গুঞ্জন—কার্তিক আরিয়ান ও সারা আলী খানের প্রেম। সেই গুঞ্জনের পালে আরো হাওয়া দেন ইমতিয়াজ আলী। কথিত এই জুটিকে তাঁর ‘লাভ আজকাল’ ছবিতে চুক্তিবদ্ধ করেন। গতকাল মুক্তি পাওয়া ছবিটির প্রচারের সময় দুজনকেই সিনেমার চেয়ে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন শুনতে হয় বেশি। অবশ্য কৌশলে সেসব এড়িয়ে গেছেন দুজন। কার্তিক-সারা প্রেমের গুঞ্জন কতটা ছড়িয়েছে সেটা বোঝা গেছে একটি ভিডিওতে। ইনস্টাগ্রামে সেটা পোস্ট করেছেন কার্তিক নিজে।

ভিডিওটিতে দেখা যায়, আউটডোরে শুটিং চলাকালে স্থানীয় এক শিশুর সঙ্গে ফুটবল খেলছিলেন কার্তিক। সেখানে সারা হাজির হওয়ার পর শিশুটি তাঁকে ‘ভাবি’ বলে সম্বোধন করে বসে। এতে একটু রাগের ভান করেন সারা। শিশুটিকে বলেন, ‘কাকে ভাবি বলছ? তাকে কি জিজ্ঞেস করে নিয়েছ?’ কার্তিকের শেয়ার করা ভিডিওটি সঙ্গে সঙ্গে ভাইরাল। সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্যসাতদিনের সেরা