kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

প্যারাসাইট নকল!

রংবেরং ডেস্ক   

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্যারাসাইট নকল!

‘প্যারাসাইট’-এর একটি দৃশ্য

দিন কয়েক আগে সারা দুনিয়া মজেছিল ‘প্যারাসাইট’-এ। প্রথম বিদেশি ভাষার ছবি হিসেবে সেরা ছবির অস্কার জিতে অনেক ইতিহাস নতুন করে লিখেছে দক্ষিণ কোরিয়ার ছবিটি। তবে অস্কার ঘোষণার দিন থেকেই ভারতে জোর আলোচনা—এটি নাকি তামিল ছবির নকল! প্রায় দুই দশক আগের ‘মিনসরা কন্না’র সঙ্গে বং জুন-হোর ছবির গল্প নাকি হুবহু মিলে যায়! ১৯৯৯ সালের ছবিটিতে অভিনয় করেছিলেন এই সময়ের তামিল সুপারস্টার বিজয়। মূলত তাঁর ভক্তরাই ‘মিনসরা কন্না’র সঙ্গে ‘প্যারাসাইট’-এর মিল খুঁজে বের করেছেন। ‘মিনসরা কন্না’য় দেখা যায় গরিব ঘরের ছেলে কন্না এক ধনীর মেয়ের প্রেমে পড়ে। সোজা পথে মেয়ের বাবা বিয়ে দেবেন না, তাই ভিন্ন পথ বেছে নেয়। মেয়ের বডিগার্ড সেজে তাদের বাড়িতে চাকরি নেয়। এরপর নিজের দুই ভাইকেও বুদ্ধি করে সেই বাড়িতে কাজ পাইয়ে দেয়। চারটি অস্কারজয়ী কোরীয় ছবির গল্পটাও প্রায় একই রকম—সিউলের ভীষণ দরিদ্র ঘরের সন্তান উ বন্ধুর সহায়তায় প্রচণ্ড ধনী এক বাড়িতে গৃহশিক্ষকের কাজ নেয়। এরপর নিজের বোনকেও সে বাড়িতে কাজ পাইয়ে দেয়। ‘মিনসরা কন্না’র পরিচালক কে এস রবিকুমারকে জিজ্ঞেস করা হয়েছিল দুই ছবির মিলের ব্যাপারে। তিনি জানান, ‘প্যারাসাইট’ তিনি এখনো দেখেননি, দেখার পর বলতে পারবেন। তবে মিল থাকুক আর নাই থাকুক বলিউড তারকারা মজেছেন ‘প্যারাসাইট’-বন্দনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন যোগ্যতম ছবি হিসেবেই অস্কার পেয়েছে এটি। শাহরুখ খান লিখেছেন, সন্তানদের পরামর্শে তিনি ছবিটি দেখেছেন। সামাজিক বৈষম্যের চিত্রায়ণ দেখতে নাকি ভীষণ অস্বস্তি  লেগেছে তাঁর। 

মন্তব্য