kalerkantho

রবিবার । ১৬ ফেব্রুয়ারি ২০২০। ৩ ফাল্গুন ১৪২৬। ২১ জমাদিউস সানি ১৪৪১

টানা গান

রংবেরং প্রতিবেদক   

৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটানা গান

টানা পাঁচ ঘণ্টায় ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, গায়ক বেলাল খান। ২৭ অক্টোবর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত জে কে মজলিসের স্টুডিওতে বেলাল গানগুলোতে কণ্ঠ দেন। ‘ফোক স্টেশন’ অনুষ্ঠানের ব্যানারে তৈরি গানগুলোর সংগীতায়োজন করেছেন জে কে। এগুলো প্রকাশ পাবে ‘আরটিভি মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে। গানগুলো হলো ‘সাধের লাউ’, ‘নতুন প্রেমে মন মজাইয়া’, ‘কি জ্বালান জ্বালাইলো আমার নন্দে’, ‘আমায় যত দাও হে ব্যথা’, ‘আমার শূন্য ভুবনে কেউ হইল না আপন’ ও ‘যৈবনকালে দাদী বউ পাইলাম না’। প্রথম তিনটি গানের কথা ও সুর সংগৃহীত। পরের তিনটির কথা ও সুর যথাক্রমে আলাউদ্দিন বয়াতি, বাউল সালাম ও গিয়াস উদ্দিন বয়াতির। রেকর্ডিংয়ের পরদিন গানগুলোর ভিডিওর শুটিংয়েও অংশ নেন বেলাল। তিনি বলেন, “আরটিভি মিউজিক ‘ফোক স্টেশন’ প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন অঞ্চলের লোকগানগুলো নতুন সংগীতায়োজনে করছে। আমিও এতে যোগ দিলাম। অনেক দিন ধরে চর্চা করছিলাম, ফলে মাত্র পাঁচ ঘণ্টায় গানগুলোতে কণ্ঠ দিতে পেরেছি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।”

মন্তব্যসাতদিনের সেরা